আর্কাইভ থেকে অপরাধ

১৩ দিনে র‌্যাবের হাতে আটক তিন শতাধিক

গেলো ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপি-জামায়াতের সমাবেশ ঘিরে সহিংসতা ও পরবর্তীতে হরতাল-অবরোধে অগ্নিসংযোগ ও নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ১৩ দিনে তিন শতাধিক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (১০ নভেম্বর) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

র‌্যাব সূত্র জানায়, গেলো ১৩ দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে অগ্নিসংযোগ, গণপরিবহন ও ব্যক্তিগত পরিবহনে ভাঙচুর এবং অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের সহিংসতার সিসিটিভি ফুটেজ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের আটক করা হচ্ছে। অপরাধীদের ধরতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। একই সঙ্গে রাজনৈতিক দলসমূহের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে জনজীবন স্বাভাবিক রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে রাজধানীতে দেড় শতাধিক টহলসহ সারাদেশে র‍্যাবের সাড়ে চার শতাধিক টহল দল মোতায়েন রয়েছে।

এছাড়াও গুরুত্বপূর্ণ স্থান ও সড়কসমূহে র‍্যাব ফোর্সেস এর রোবাস্ট টহল পরিচালিত হচ্ছে। যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী যানবাহনকে এসকর্ট প্রদানের মাধ্যমে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‍্যাব।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন