পর্যটকবাহী নৌকায় পেট্রল ঢেলে আগুন
রাঙামাটির কাপ্তাই হ্রদের বালুখালী ইউনিয়নের কান্দের মুখ এলাকায় পর্যটকবাহী একটি ইঞ্জিনচালিত নৌকায় পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে আগুন দেয়ার আগে চালক এবং পর্যটকদের নৌকা থেকে নামিয়ে দেয়ার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নৌকাটিতে ছয়জন পর্যটক ছিলেন। তারা কাপ্তাই হ্রদের সুবলং ঝরনার উদ্দেশে যাচ্ছিলেন।
শুক্রবার (৯ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নৌকাটিতে ছয়জন পর্যটক ছিলেন। তারা কাপ্তাই হ্রদের সুবলং ঝরনার উদ্দেশে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে নৌকাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের কান্দেরমুখের স্বর্গছেঁড়া রেস্টুরেন্ট এলাকায় পৌঁছালে একদল অস্ত্রধারী নৌকাটির গতিরোধ করে। পরে চালক ও পর্যটকদের রেস্টুরেন্টটিতে নামিয়ে দিয়ে পেট্রল ঢেলে নৌকাটি জ্বালিয়ে দেওয়া হয়। নৌকাটির পর্যটকেরা চাঁদপুরের বাসিন্দা। তাঁরা সাজেক পর্যটন এলাকা ঘুরে রাঙামাটি শহরে বেড়াতে আসেন।
ক্ষতিগ্রস্ত নৌযানের চালক মো. গিয়াস উদ্দিন গণমাধ্যমকে বলেন, ওই সন্ত্রাসীরা বেশ কিছুক্ষণ ধরে অনুসরণের পর নৌকায় আগুন দেন। পুড়ে যাওয়া নৌযানটি তাঁর একমাত্র আয়ের উৎস ছিল।
জানতে চাইলে রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পর্যটকদের অক্ষত অবস্থায় উদ্ধার করে নিজেদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম আরও বলেন, চালকের ভাষ্য অনুযায়ী, অস্ত্রধারীরা আঞ্চলিক রাজনৈতিক দলের সন্ত্রাসী। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এএম/