আর্কাইভ থেকে আওয়ামী লীগ

বিএনপিকে তালেবানি রাজনীতি ছেড়ে দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

বিএনপিকে সন্ত্রাস আর তালেবানি রাজনীতি ছেড়ে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন, তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। 

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে, নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগদানের আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি জনগণ থেকে দূরে সরে গেছে। তাদের উচিত জনগণের কাছে ক্ষমা চাওয়া। ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিনিয়তই পক্ষপাতদুষ্ট অচরণ করছে। আইন ও সালিশ কেন্দ্রের দেওয়া রিপোর্টই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হুবহু তুলে ধরেছে। এটি দেশের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র। 

শহরের নওজোয়ান মাঠে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনসহ কেন্দ্রীয় নেতারা সম্মেলনে উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন