১৪০ বছর আগে সমীক্ষা, স্থাপন করলেন শেখ হাসিনা : তথ্যমন্ত্রী
আজ থেকে প্রায় ১৪০ বছর আগে ব্রিটিশ আমলে কক্সবাজার রুটে রেললাইন করার সমীক্ষা হয়েছিল। তবে রেললাইন করার কথা থাকলেও এত বছর এ পথে হয়নি রেললাইন। তা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে দেখালেন। এতে প্রমাণিত হয় শেখ হাসিনা শুধু কথা দেন না, কথা রাখেনও। বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
শনিবার (১১ নভেম্বর) মাতারবাড়ী টাউনশিপ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শেখ হাসিনার আমলে সারাদেশ পরিবর্তন হয়েছে। কক্সবাজারবাসী কখনো ভাবেনি এ পথে এমন একটি সুন্দর রেলস্টেশন হবে এবং ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারে যাবে। এটি কক্সবাজারের মানুষ স্বপ্নে দেখেছে বাস্তবে রুপান্তরিত হবে তা ভাবেনি।
যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তখন বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। ২৮ অক্টোবর পুলিশের ওপর হামলা করেছে। তিন শতাধিক পুলিশ আহত হয়েছে। এক পুলিশকে পিটিয়ে মেরেছে। পরে ২০ মিনিটে রাস্তা খালি করে পালিয়েছে। এখন তারা গর্তে ডুকেছে। তারা গর্তের ভেতর থেকে আন্দোলনের ডাক দেয়, অবরোধের ডাক দেয়।