ঠাকুর সাড়া দেননি, মন্দিরে ভক্তের বোমা হামলা
প্রার্থনা জানাতে সনাতন ধর্মাবলম্বীরা মন্দিরে যান।ঠাকুরকে প্রণাম করেন ভক্তি ভরে। তবে দেবতা সাড়া দিলেন কিনা তা কিছুতেই বুঝতে পারছিলেন না এক ভক্ত। একারণে বিরক্ত হয়ে মন্দির লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়েছেন ওই ভক্ত। পরে পুলিশ এসে ওই ভক্তকে আটক করে।
ভারতের চেন্নাইয়ে এ ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, জে মুরলী কৃষ্ণন নামে ওই যুবককে পুলিশ জেরা করছে। ৩৯ বছর বয়সী ওই যুবক পুলিশকে জানিয়েছেন,বারবার ভগবানের কাছে প্রার্থনা করলেও কিছুতেই তার ডাকে সাড়া দেয়নি ঠাকুর। এর পরই তিনি বোমা মেরেছেন। পুলিশ এ ঘটনায় নির্দিষ্ট মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আর কেউ জড়িত কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে চেন্নাই পুলিশ।
দ্য হিন্দু জানিয়েছে, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, ওই ব্যক্তি স্থানীয়, এলাকাতেই থাকেন। মাঝেমধ্যেই তিনি মন্দিরে যান। সেদিনও তিনি মন্দিরে গিয়েছিলেন। এর পর ঠাকুরের কাছে প্রার্থনা করে। কিন্তু তার মনে হয়েছিল ঠাকুর তার ডাকে সাড়া দিচ্ছে না। এর পরই সে মন্দির লক্ষ্য করে বোমা ছুড়তে থাকে। তবে পুলিশ এ ঘটনায় হস্তক্ষেপ করেছে। তাকে গ্রেফতার করা হয়। মদের নেশায় সে এই কাণ্ড ঘটিয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তবে বোমা ছুডলেও হতাহত বা মন্দিরের কোনো সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়নি বলেও জানায় পুলিশ।