ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ শেষ করলো পাকিস্তান
ইংল্যান্ডের কাছে ৯৩ রানে হেরে বিশ্বকাপ শেষ করলো পাকিস্তান। শুরুতে ব্যাট করতে নেমে ৩৩৭ রান সংগ্রহ করে ইংলিশরা। জবাবে খেলতে নেমে মাত্র ২৪৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
তবে পাকিস্তান এটুক স্বান্তনা পেতে পারে, অন্তত আফগানিস্তানের নিচে নামতে হয়নি তাদের। ১৮৮ রানের লক্ষ্যমাত্রা পেরিয়ে যাবার পর নিশ্চিত হয়েছে আফগানদের উপরে থেকেই বিশ্বকাপ শেষ করছে তারা। যদিও ম্যাচটা পাকিস্তান হেরেছে ৯৩ রানে। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৮৪ রান আসে স্টোকসের ব্যাট থেকে। আর পাকিস্তানের পক্ষে সর্বোচ্চে ৩ উইকেট তুলে নেন হারিস রউফ ও ২টি করে উইকেট শিকার করেন শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম।