আর্কাইভ থেকে বাংলাদেশ

দ্বিতীয় দিনে বাংলাদেশের চ্যালেঞ্জের বিপরিতে দক্ষিণ আফ্রিকা

পর পর দুই বলে দুটি উইকেট তুলে নিলেন টাইগার পেসার খালেদ আহমেদ। প্রথমে কাইল ভেরেইনাকে ফেরান তিনি। তার পরের বলেই স্লিপে দুর্দান্ত ক্যাচ নিলেন মাহমুদুল হাসান জয়। উইকেটের নাম ব্যাটার  ভিয়ানমুল্ডার। তিনি ফিরলেন গোল্ডেন ডাক পেয়ে। আড়াইশোর আগেই দক্ষিণ আফ্রিকার নেই ৬ উইকেট। 

গুড লেংথ থেকে একটু সামনে পিচ করা বল ভেরেইনার ডিফেন্স ফাঁকি দিয়ে প্যাডে লাগে। আবেদনে আঙুল তুলতে খুব একটা সময় নেননি আম্পায়ার। ভেরেইনা যদিও রিভিউ নেন। তবে বল লাগছিল স্টাম্পে। দক্ষিণ আফ্রিকা হারায় রিভিউ।

পরের বলে নতুন ব্যাটসম্যান ভিয়ানমুল্ডারকে অফ স্টাম্পের বাইরে লেংথ বল করেন খালেদ। পিচ করে বলটি বেরিয়ে যায় একটু। ছেড়ে দেওয়ার মতো বলে মুল্ডার ব্যাট চালিয়ে দেয় জায়গায় দাঁড়িয়ে। বল তার ব্যাটের কানায় লেগে চলে যায় পেছনে। গুলির বেগে আসা বল তৃতীয় স্লিপে বাঁদিকে ডাইভ দিয়ে দুই হাতে তালুবন্দি করেন জয়।

ডারবান টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে সাউথ আফ্রিকা। দ্বিতীয় দিন সকালে বাংলাদেশের চাওয়া দ্রুত উইকেট নেওয়া এবং সেই পথ ধরে দক্ষিণ আফ্রিকাকে ৩০০-৩২০ রানের মধ্যে আটকে রাখা।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন