আর্কাইভ থেকে দেশজুড়ে

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী

নরসিংদী সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের পলিটিক্যাল সাইন্সের মেধাবী শিক্ষার্থী তাসমিন নিশাদ। পরিবারের অসচ্ছলতার জন্য প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন করে তার সঙ্গে সাক্ষাৎ করতে চান সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকার ওসমান মোল্লা তৃতীয় মেয়ে নিশাদ।

শিক্ষার্থী নিশাদ জানান, তারা ৪ বোন সে বোনদের মধ্যে তৃতীয়। বড় বোন মাস্টার্স শেষ করে বেকার, মেঝোবোনও অনার্স সম্পন্ন করেছে আর তার ছোট বোন হাইস্কুলে ১০ শ্রেনীর শিক্ষার্থী। বাবা ওসমান মোল্লা একসময় নরসিংদীর বাবুর হাটে গামছা বিক্রি করে তাদের পড়াশোনা চালিয়েছেন। কিন্তু বর্তমানে তার বাবা অসুস্থ হয়ে বিছানায়। এ অবস্থায় অসহায় হয়ে পড়েছে পরিবারটি। বন্ধ হয়ে যাওয়ার উপক্রম তাদের পড়াশোনা। আগামীকাল (১২ নভেম্বর) বিকেলে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবারের অসচ্ছলতার সাহায্য চেয়ে তার সাথে সাক্ষাৎ করতে চান মেধাবী এই শিক্ষার্থী। নরসিংদী সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের পলিটিক্যাল সাইন্সের মেধাবী শিক্ষার্থী তাসমিন নিশাদ বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসি। মায়ের মত এই প্রধানমন্ত্রীর সাথে সরাসরি সাক্ষাৎ করতে চান মেধাবী এই শিক্ষার্থী।

এ সম্পর্কিত আরও পড়ুন