বিশ্বকাপের মাত্র ৬ ক্রিকেটারকে রেখে দিয়ে ইংল্যান্ডের দল
২০১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড চলতি আসর শেষ করেছে হতাশাজনক ভাবে। শুধু জিততে পেরেছে বাংলাদেশ, নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিপক্ষে। এমন অপ্রত্যাশিত টুর্নামেন্টের পর বড় পরিবর্তন নিয়ে ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
রোববার ঘোষিত সেই দলে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণে অধিনায়ক হিসেবে থাকছেন জস বাটলারই। তবে বিশ্বকাপ স্কোয়াডের মাত্র ছয় ক্রিকেটার জস বাটলার, হ্যারি ব্রুক, গাস অ্যাটকিনসন, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেন, ব্রাইডন কার্স ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন।
মঈন আলী, আদিল রশিদ ও ক্রিস ওকস কেউই ওয়ানডে দল ডাক পাননি। তবে তাঁরা টি-টোয়েন্টি দলে আছেন। দুই সংস্করণ থেকেই বাদ পড়েছেন বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ রানসংগ্রাহক ডেভিড ম্যালান। জনি বেয়ারস্টো, জো রুট ও মার্ক উডকে জানুয়ারির ভারত সফরে খেলানোর জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে।
ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, স্যাম কারেন, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ওলি পোপ, ফিল সল্ট, জশ টাং, জন টার্নার।
টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলী, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, স্যাম কারেন, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, টাইমাল মিলস, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং, রিস টপলি, জন টার্নার, ক্রিস ওকস।