আর্কাইভ থেকে ক্যাম্পাস

শান্ত-মারিয়াম ইউনির্ভাসিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত

শান্ত-মারিয়াম ইউনির্ভাসিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে রূপগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিভিশন সেন্টার মিলনায়তনে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মাননীয় চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতির পক্ষে শিক্ষা উপ- মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। স্বাগত বক্তব্য রাখেন শান্তা মারিয়াম ইউনির্ভাসিটির  উপাচার্য ড. মোঃ শাহ ই আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, বাংলাদেশ আ্যাক্রিডিটেশনের কাউন্সিল চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহ উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয় বোর্ড অব টাস্টিজের চেয়ারম্যান বরেণ্য শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক সিকদার নজরুল ইসলামসহ আরও অনেকে।

অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর সনদ প্রদানের পাশাপাশি ০৫ ক্যাটাগরিতে স্বর্ণপদকসহ সর্বমোট ৩১ সম্মানসূচক পদক প্রদান করেন অতিথিরা। অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ববিদ্যালয় সঙ্গীত প নৃত্য বিভাগের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ফ্যাশন শো করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন