আর্কাইভ থেকে বাংলাদেশ

‘আমার ভাইয়াদের মেরো না, সরি বলো’

‘আমার ভাইয়াদের মেরো না। সরি বলো।’ প্ল্যাকার্ডে লিখেছিলো ছয় বছরের মুনিবা।আর আট বছরের জুওয়ায়রিআহ্ লিখেছিলো ‘আমার ভাইয়া বিশেষ শিশু, ভুল করলে আমাকে মারো। আমার ভাইকে নয়।’

ঘটনাটি ঘটেছিলো তিন দিন আগে। রাজধানীর মালিবাগে তাওসিফ আহনাফ নামে এক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে তার বাবার সামনে মারধর করে মেডিকেল কলেজের সিকিউরিটি ইনচার্জ।

গেলো শনিবার (২ এপ্রিল) বিশ্ব অটিজম সচেতনতা দিবসে জাতীয় প্রেসক্লাবে তাওসিফকে মারধরের বিচারের দাবিতে মানববন্ধন করেন আরেক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মা আঞ্জুম হোসেন। সেখানে তিনি তার দুই মেয়ে আট বছরের জুওয়ায়রিআহ্ এবং ছয় বছরের মুনিবাকে নিয়ে এসেছিলেন। ছোট্ট শিশু দুটির হাতে ছিল প্ল্যাকার্ড।

আঞ্জুম হোসেনের প্ল্যাকার্ডে লেখা, ‘আমার সন্তান ইভটিজার নয়। ভুল কিছু করলে আমায় মারুন, আমার সন্তানকে নয়।’

প্রসঙ্গত, গত ২৯ মার্চ সকালে তাওসিফকে স্কুলে দিতে যাচ্ছিলেন বাবা সুরুজ মিঞা। সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের সামনে সেখানকার এক মেয়ে তাওসিফের দিকে তাকালে সে মেয়েটিকে বলে 'তাকাবা না'। এরপর মেয়েটি কলেজের ভেতরে গেলে তাওসিফও তার পিছু নেয় এবং বলতে থাকে 'তাকাবা না'। একপর্যায়ে ছেলেটির বাবার সামনেই মেডিকেল কলেজের সিকিউরিটি ইনচার্জ তাওসিফকে ব্যাপক মারধর করেন।

এরপর তাওসিফের  বাবা এ ঘটনায় রমনা থানায় প্রথমে অভিযোগ এবং পরে জিডি করেছেন।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন