বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে গেলেন এডারসন

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চলতি মাসে আর্জেন্টিনার ও কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তবে এই দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসন।
প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে তিনি ইনজুরিতে পড়েন। তার স্থলাভিষিক্ত হিসেবে ডাক পেয়েছেন অ্যাথলেটিকো প্যারানেন্স গোলরক্ষক বেন্টো।
এডারসনের ইনজুরি ম্যানচেস্টার সিটির জন্যও বড় চিন্তার। কারণ আন্তর্জাতিক বিরতি শেষ হওয়ার পরেই লিভারপুলের বিপক্ষে ম্যাচ আছে ম্যানসিটির।