ছক্কাবাজ রোহিতের নতুন রেকর্ড
ওয়ানডে বিশ্বকাপে ছক্কা হাঁকানোর রেকর্ডে সবাইকে ছাড়িয়ে গেলেন রোহিত শর্মা। ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টটির এই আসরের ইতিহাসে ৫০টি ছক্কা হাঁকিয়ে এখন সবার শীর্ষে ভারতীয় অধিনায়ক।
আজ বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ট্রেন্ট বোল্টকে দারুণ এক ছক্কা হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার ক্রিস গেইলকে ছাড়িয়ে যান রোহিত শর্মা।
এর আগে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডটি ছিল গেইলের। ক্যারিবিয়ান তারকার এই রেকর্ড ভাঙতে রোহিত খেলেছেন মাত্র ২৮ ম্যাচ। অন্যদিকে ৪৯টি হাঁকাতে গেইল খেলেছিলেন ৩৫ ম্যাচ।