আর্কাইভ থেকে বিএনপি

আওয়ামী লীগের ক্ষমতা নবায়নের এজেন্ট হিসেবে কাজ করছে ইসি : বিএনপি

সত্যিকারের নির্বাচন কমিশন হলে তাদের কাছে সুযোগ ছিল সুষ্ঠু নির্বাচনের আয়োজন করার। কিন্তু তারা তা করেননি। তাদের ঘোষিত তফসিল দেশের মানুষ প্রত্যাখ্যান করেছেন। তাদের ঘোষিত তফসিলে নির্বাচনে যাবে না বিএনপি। তফসিল বাতিলের দাবিতে অতি শিগগির কর্মসূচি ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন (ইসি) আওয়ামী লীগ সরকারের ক্ষমতা নবায়নের এজেন্ট হিসেবে কাজ করছে। বললেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সুপ্রিম কোর্টে নিজ কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কায়সার কামাল বলেন, দেশের জনগণ এই তফসিল প্রত্যাখ্যান করায়, বিএনপি এবং সমমনা দলগুলোও এটি প্রত্যাখ্যান করেছে। বিএনপি দেশের জনগণকে নিয়ে রাজনীতি করে।

তিনি বলেন, তফসিল বাতিলের দাবিতে অতি শিগগির কর্মসূচি ঘোষণা করা হবে। সেই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অংশগ্রহণমূলক নির্বাচন যেন হয় সে কর্মসূচিও ঘোষণা করা হবে।

কামাল বলেন, বাংলাদেশ এখন উত্তর কোরিয়ার দিকে হাঁটছে। এ অবস্থা থেকে ফিরিয়ে আনার জন্যে, ভোটাধিকার প্রয়োগ করার জয়ে আমরা কাজ করছি। এর জন্য বাধা আসছে, আরও আসবে। শেষে মানুষের জয় হবেই।

এ সম্পর্কিত আরও পড়ুন