আর্কাইভ থেকে দেশজুড়ে

মোংলায় ৭ নম্বর বিপৎসংকেত, পণ্য ওঠানামা বন্ধ

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে মোংলা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপৎসংকেত জারি করেছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়টি বর্তমানে মোংলা থেকে ২৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত থেকে ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টিপাত রয়েছে।

এদিকে আবহাওয়া খারাপ হতে থাকলে বন্দরে অবস্থানরত সব বিদেশি জাহাজের শ্রমিক-কর্মচারীকে নামিয়ে আনা হয়। এরপর রাত থেকে কাজ বন্ধ থাকে। বন্দরে অবস্থানরত ১৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহণের কাজ সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বন্দর কর্তৃপক্ষের সহকারী হারবার মাস্টার (অপারেশন) আমিনুর রহমান বলেন, আবহাওয়া অফিস ৭ নম্বর বিপৎসংকেত জারি করার পর বন্দরের নিজস্ব অ্যালার্ট-৩ জারি করেছে। সেই সঙ্গে বন্দরে অবস্থানরত বিদেশি জাহাজের কাজ বন্ধসহ জাহাজগুলো নিরাপদে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর দাশ গণমাধ্যমে বলেন, ঝুঁকিতে থাকা পশুর নদীর পাড়ের জয়মনির ঘোল, চিলা, কানাইনগর এলাকার বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রের যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। এখানে ১০৩টি আশ্রয়কেন্দ্র, এক হাজার ৩০০ স্বেচ্ছাসেবক, ছয়টি মেডিকেল টিম প্রস্তুতসহ পর্যাপ্ত শুকনো খাবার ও ওষুধ মজুত রাখা আছে।

এএম/

 

এ সম্পর্কিত আরও পড়ুন