পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন ওয়াহাব রিয়াজ
মাস তিনেক আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ওয়াহাব রিয়াজ। এবার জাতীয় দলের প্রধান নির্বাচক হলেন তিনি। ইনজামাম উল হকের পদত্যাগে তৈরি হওয়া শূন্যস্থান পূরণে সাবেক বাঁহাতি পেসারকে বেছে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি নিশ্চিত করেছে এই তথ্য। দায়িত্ব পেয়ে নতুন টিম ডিরেক্টর ও প্রধান কোচ মোহাম্মদ হাফিজের সঙ্গে দলকে এগিয়ে নেওয়ার কথা বলেছেন রিয়াজ।
স্বার্থের সংঘাতের অভিযোগের তদন্ত চলমান থাকায় বিশ্বকাপের মাঝেই পদত্যাগ করেন ইনজামাম উল হক। তখন তিনি অভিযোগ প্রমাণিত না হলে পুনরায় প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন। তবে ওই তদন্ত প্রতিবেদন আসার আগেই নতুন প্রধান নির্বাচক নিয়োগ দিল পিসিবি।
৩৮ বছর বয়সী ওয়াহাব এ বছরের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন। ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে নতুন ভূমিকায় কাজ শুরু করবেন ওয়াহাব। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের পর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।