ব্রাজিলের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় মেসি-স্কালোনির
কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারের পর টানা ১৪ ম্যাচ জিতা আর্জেন্টিনা অবশেষে দেখলো হারের মুখ। আর বিশ্বকাপ বাছাইপর্বে টানা ২৫ ম্যাচ পর হারলো আলবিসেলসেস্তারা।
শুক্রবার বুয়েনস এইরেসে ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে হেরেছে তারা।
এমন হারে অবশ্য আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি মোটেই বিচলিত নন। বরং এই আর্জেন্টাইন মনে করিয়ে দিয়েছেন, বিশ্ব চ্যাম্পিয়ন বলেই আর্জেন্টিনা অজেয় দল নয়।
বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার পরের ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে। ২২ নভেম্বর ব্রাজিলের বিপক্ষে ম্যাচটিতে নিজেদের সেরাটা দেওয়ার কথা বলেন আর্জেন্টাইন কোচ, ‘কঠিন একটা ম্যাচ আসছে। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমার মনে হয়, এ দলটা দেখিয়েছে কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারে। দল হিসেবে আপনি হারবেন, জিতবেন, অন্য কোনো উপায় নেই। ’
ব্রাজিলের বিপক্ষে সেরাটা খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিও, ‘উরুগুয়ে খুব ভালো খেলেছে। আমাদের আজ হারতে হয়েছে। এটা হতেই পারে। তবে এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে এবং ব্রাজিলের বিপক্ষে দারুণ খেলার চেষ্টা করতে হবে।’