আর্কাইভ থেকে বাংলাদেশ

যে মামলায় বিএনপি নেতা ইশরাক গ্রেপ্তার

রাজধানীর মতিঝিল শাপলা চত্বর এলাকা থেকে গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে, ২০২০ সালে গাড়ি ভাঙচুরের এক মামলায়  ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেয়া হয়েছে।

আজ বুধবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এনামুল হক মিঠু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ইশরাক। উচ্চ আদালতের আদেশ মোতাবেক আত্মসমর্পণ না করায় ২০২১ সালের ১৮ আগস্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। মামলাটি বর্তমানে তদন্তাধীন। ২৬ মে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ২০২০ সালের ১২ নভেম্বর ঢাকার ১৮ আসনের নির্বাচন বানচাল করার লক্ষে আসামিরা একত্রিত হয়ে বাংলাদেশ ব্যাংকের বিপরীত পাশে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের পুড়িয়ে মারার উদ্দেশ্যে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়িতে থাকা যাত্রীরা প্রাণে বেঁচে যায়।

পুলিশের উপ-পরিদর্শক আতাউর রহমান ভুইয়া, এ ঘটনায় নেতা ইশরাকসহ ৪২ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেন।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন