আর্কাইভ থেকে ফুটবল

জিব্রাল্টার জালে ১৪ গোল দিলো ফ্রান্স

ইউরো বাছাইয়ের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে বিব্রতকর রেকর্ড গড়েছে জিব্রাল্টা। ৫-১০টি নয়, ফ্রান্সের কাছে ১৪ গোলে হেরেছে তারা।

প্রতিযোগিতামূলক ম্যাচে এটাই ইউরোপের কোনো দলের সবচেয়ে বেশি গোলের রেকর্ড। এর আগে জার্মানি জিতেছিল ১৩–০ ব্যবধানে, ২০০৬ সালে সান মারিনোর বিপক্ষে। আর ফ্রান্সের সবচেয়ে বড় জয়টি ছিল ১০-০ ব্যবধানে, ১৯৯৫ সালে আজারবাইজানের বিপক্ষে।

খেলায় জোড়া গোল করেছেন কিংসলে কোমান ও অলিভিয়ের জিরু। একবার করে স্কোরশিটে নাম তুলেছেন উসমান দেম্বেলে, মার্কাস থুরাম, আদ্রিয়ান রাবিও, ওয়ারেন জাইরে-এমেরি, জোনাথান ক্লাউস ও ইউসুফ ফোফানা।

আর ম্যাচের তৃতীয় মিনিটে হওয়া প্রথম গোলটি জিব্রাল্টারের উপহারসূচক, নিজেদের জালেই বড় জড়িয়েছেন ইথান সান্তোস।

 

এ সম্পর্কিত আরও পড়ুন