গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু
বগুড়ার শেরপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন পর তাদের মৃত্যু হয়েছে।
রোববার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
তারা হলেন উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামের আব্দুল ওয়াহেদ মাস্টারের ছেলে রাকিবুল হাসান (৩৫) ও তার স্ত্রী মোছা. মীম খাতুন (২৬)।
জানা যায়, মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালের দিকে নাস্তা তৈরি করতে রান্না ঘরে যান মিম খাতুন। এসময় চুলার সুইচে চাপ দিতেই হঠাৎ ঘরের মধ্যে আগুন ধরে যায়। এতে মীম খাতুন দগ্ধ হন। একপর্যায়ে তার চিৎকারে পাশের ঘরে থাকা স্বামী রাকিবুল ইসলাম স্ত্রীকে উদ্ধার করতে গেলে তিনিও দগ্ধ হন। পরে স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত তাদেরকে বগুড়ায় শজিমেক হাসপাতালে ভর্তি করে দেন। কিন্তু সেখানে অবস্থার অবনতি ঘটায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ গণমাধ্যমে বলেন, সম্ভবত গ্যাস সিলিন্ডার লিকেজের কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার একটি বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছিল সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬দিনের মাথায় তারা মারা যায়।
এএম/