রোজিনার জায়গায় শপথ নিলেন রিয়াজ
কপাল খোলেছে নায়ক রিয়াজের,গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সবশেষ নির্বাচনে সহ-সভাপতি পদে লড়াই করে হেরে যান তিনি। কিন্তু কমিটির নির্বাচিত সদস্য রোজিনার পদত্যাগ করলে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে রিয়াজকে রোজিনার স্থলাভিষিক্ত করা হয় ।
আজ (৬ এপ্রিল) নতুন কমিটির কার্যকরী পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন রিয়াজ। তাকে শপথ বাক্য পাঠ করান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।
শপথ গ্রহণ শেষে ইলিয়াস কাঞ্চনকে পা ছুঁয়ে সালাম করেন রিয়াজ। এ সময় সেখানে উপস্থিত নিপুণ, সাইমন, অমিত হাসান, শাহনূর, আরমান, কেয়া সবাই রিয়াজকে অভিনন্দন জানান।
এসআই/