সারাদেশে র্যাবের ৪২৫ টহল দল মোতায়েন
রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৪২৫টি টহল দল মোতায়েন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)।
সোমবার (২০ নভেম্বর) সকালে র্যাবের মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাবের মিডিয়া বিভাগ জানায়, রাজনৈতিক কর্মসূচিতে অদ্ভুত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে রাজধানীতে ১৪৫ সহ সারাদেশে র্যাবের ৪২৫টি টহল দল মোতায়েন করা হয়েছে।
এছাড়া যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে।
এদিকে যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে টহলের মাধ্যমে এস্কর্ট দিয়ে সেগুলোকে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র্যাব।