বিএনপির মিথ্যাচারের প্রতিবাদে পাবনায় সংবাদ সম্মেলন
পাবনার বেড়া উপজেলায় মোজাহার মোল্লা হত্যাকান্ডে বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীর মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বেড়া উপজেলা ও পৌর ছাত্রলীগ।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে বেড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জব্বার হোসাইন এক লিখিত বক্তব্যে বলেন বেড়ায় মোজাহার মোল্লা হত্যাকান্ড নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী গেলো ১৭ নভেম্বর এক সংবাদ সম্মেলনে বলেন, পাবনা জেলাধীন বেড়া পৌর ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক জাহিদুল ইসলামকে না পেয়ে ছাত্রলীগ সন্ত্রাসীরা তার বৃদ্ধ পিতাকে পিটিয়ে হত্যা করে এই কথাটি মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট, এই মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনার সাথে বেড়া উপজেলা ছাত্রলীগের কোন নেতাকর্মীর সম্পৃক্ততা নাই।
উল্লেখ্য, গেলো ১৫ নভেম্বর বুধবার বিকেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া হয়। গেলো ১৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টার দিকে প্রতিপক্ষের লোক জন এসে বাড়িঘরে অতর্কিত হামলা চালায় এবং মোজাহার মোল্লা (৭২) কে একা পেয়ে এলোপাথারী দেশীয় অস্ত্র দিয়ে অঘাত করে। আহত অবস্থায় তাকে বেড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মানু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাউল হক, পৌরসভার প্যানেল মেয়র রাইসুল ইসলাম তারেক সহ দলীয় নেতা কর্মীরা।