আর্কাইভ থেকে শিক্ষা

এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) বসা পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে আগামী সপ্তাহে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ২৬ নভেম্বর। এবার ১১টি শিক্ষা বোর্ডের মোট শিক্ষার্থী ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, “আগামী ২৬ নভেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। আমরা চিঠি পেয়েছি। সকাল ১০টায় প্রধানমন্ত্রী ফলাফলের উদ্বোধন করবেন।”

আগামী (২৬ নভেম্বর) রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন। প্রথা অনুযায়ী শিক্ষামন্ত্রী দীপু মনি ও বোর্ড চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে ১১টি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি হস্তান্তর করবেন।

প্রধানমন্ত্রীর ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধনের পর শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবে।

প্রসঙ্গত, চলতি বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয় ১৭ আগস্ট, শেষ হয় ২৫ সেপ্টেম্বর। আর প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ১০দিন পিছিয়ে ২৭ অগাস্ট থেকে শুরু হয়। সবগুলো বোর্ডে একই দিনে পরীক্ষা শুরু না হলেও ১১টি শিক্ষা বোর্ডে একযোগে ফল প্রকাশ করা হবে। পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফলা প্রকাশের নিয়ম অনুযায়ী এবারে পরীক্ষার ফলফল ঘোষণা হতে যাচ্ছে।

এএম/

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন