নিয়ম না জানায় লেবানন ম্যাচে নেই রাকিব–সাদউদ্দিন!
বিশ্বকাপ বাছাইপর্বে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। মূলপর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে মালদ্বীপের বিপক্ষে হোম ও অ্যাওয়ে মিলে দুটি। বাংলাদেশের চতুর্থ ম্যাচ লেবাননের বিপক্ষে মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৫ টা ৪৫ মিনিটে।
শক্তিমত্তায় এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ পাবে দলের গুরুত্বপূর্ণ দুই ফুটবলার রাকিব ও সাদউদ্দিনকে। তাদেরকে না পাওয়ার কারণ আগের তিন ম্যাচের মধ্যে দুটিতে তারা দেখেছে হলুদ কার্ড। যার মধ্যে দুজনই জার্সি খোলার কারণে দেখেছে একটি করে কার্ড।
বিশ্বকাপ বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে কেনো ফুটবলাররা কার্ড নিয়ে সতর্ক থাকে না? এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশের অধিনায়ক জামাল জানালেন, দুটি ম্যাচে হলুদ কার্ড খেলে এক ম্যাচে নিষিদ্ধ হতে হবে এই নিয়ম নাকি ফুটবলাররা জানতো না!
জামাল বলেন, ‘আমি রাকিব আর সাদকে জিজ্ঞেস করেছিলাম, ওরা বলল, দুই হলুদ কার্ডের ব্যাপারটি তারা জানত না। তারা মনে করেছিল ৩ হলুদ কার্ড পেলে নিষিদ্ধ হতে হবে।’
জামাল এমন উত্তর বেশ আশ্চর্যজনকই বটে! খেলার আন্তর্জাতিক নিয়ম একজন জাতীয় দলের ফুটবলার জানেন না! টিম ম্যানেজমেন্টও কি তাদের জানায় নি!