বচ্চন পরিবারকে বিদায় জানাচ্ছেন ঐশ্বরিয়া!
বেশ কিছুদিন ধরে বাবার বাড়িতে থাকছেন ঐশ্বরিয়া। হথাথ করে কেন বাবার বাড়িতে এসেছেন, তা খোলসা করেননি ঐশ্বরিয়া।
ঐশ্বরিয়া রাই বচ্চনের সাম্প্রতিক কিছু পদক্ষেপ বুঝিয়ে দিচ্ছে বচ্চন পরিবারকে ত্যাগ করতে চলেছেন ঐশ্বরিয়া। সূত্র বলছে, ঐশ্বরিয়ার এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা একেবারেই স্বাভাবিক ঘটনা নয়। শাশুড়ি জয়া ও ননদ শ্বেতা নন্দার সঙ্গে কথা কাটাকাটির জেরেই নাকি বাড়ি ছাড়া হয়েছেন ঐশ্বরিয়া ও আরাধ্যা। তবে অভিষেক, জয়া, অমিতাভ কেউই, এই নিয়ে মুখ খুলেননি।
অন্যদিকে, নাতনি আরাধ্যার জন্মদিনে শুভেচ্ছা জানাননি অমিতাভ। আবার বিগ বির জন্মদিনে জয়া বচ্চনকে ক্রপ করে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করতে দেখা গেছে ঐশ্বরিয়াকে। আবার ঐশ্বরিয়ার জন্মদিনে অভিষেকের থেকে তেমন কোনো শুভেচ্ছা পাননি ঐশ্বরিয়া। এই সব ঘটনাকেই দুয়ে দুয়ে চার করছেন অনুরাগীরা। নিন্দুকদের মুখে নানা কথা শোনা গেলেও, বচ্চন পরিবার এখনও কোনো মন্তব্য করেননি।