আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

হোয়াইট হাউজে ফিরলেন ওবামা

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কয়েক ঘণ্টার জন্য হোয়াইট হাউজে ফিরেছিলেন।

ওবামা তার স্বাক্ষরিত স্বাস্থ্যসেবা আইনের ১২তম বার্ষিকী উদযাপন করতে গেলো মঙ্গলবার হোয়াইট হাউজে ফিরেছিলেন। বহু বছর ধরে ‘ওবামাকেয়ার’ নামে পরিচিত দ্য আফোর্ডেবল কেয়ার এক্ট (এসিএ) এখন আমেরিকার স্বাস্থ্যসেবা ব্যবস্থার অংশ।

প্রেসিডেন্ট জো বাইডেন আশা করেন, আরও বহু মানুষের কাছে ওবামাকেয়ার পৌঁছে যাবে।

মঙ্গলবার ওবামা বলেন, আইনটি যা করার কথা ছিল তা করেছে। তিন কোটি মানুষকে স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে এসেছে। ওবামার প্রচারণার স্লোগান ‘আশা ও পরিবর্তন’-এর কথা উল্লেখ করে বাইডেন বলেছেন, আইনটি আশাকে পরিবর্তনের দিকে নেয়ার’ পথ দেখিয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন