আর্কাইভ থেকে ফুটবল

গার্দিওলাকে চাচ্ছে ব্রাজিল!

ব্রাজিলের ৬০ বছর বয়সী বর্তমান কোচ তিতের বদলি হিসেবে পেপ গার্দিওলাকে চাইছে ব্রাজিল। কাতার বিশ্বকাপের পরেই জাতীয় দলের দায়িত্বে গার্দিওলাকে চায় ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। যেখানে বিশ্বকাপের পরই দায়িত্ব ছাড়ছেন তিতে।

ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ তিনি। তবে পেপ গার্দিওলা জাতীয় দলের কোচিং করাননি কখনো। একবার অবশ্য জানিয়েছিলেন, ম্যানচেস্টার সিটি ছেড়ে যাওয়ার পর কোচিং করাতে চান ব্রাজিল-আর্জেন্টিনার মতো লাতিন ফুটবলের কোনো পরাশক্তিকে। ব্রাজিল সেই প্রস্তাব নিয়ে গেছে গার্দিওলার কাছে, জানাচ্ছে স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা। 

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত গার্দিওলার সাথে চুক্তি করতে চায় নেইমারদের বোর্ড। এরই মধ্যে গার্দিওলার ভাই ও এজেন্ট পেরের সাথে যোগাযোগ করেছে ব্রাজিল। ব্রাজিলের কোচ হিসেবে প্রতিবছর গার্দিওলা আয় করবেন ১২ মিলিয়ন ইউরো। যদিও ম্যানচেস্টার সিটিতে প্রতিবছর গার্দিওলার আয় প্রায় ২০ মিলিয়ন ইউরো। 

এর সঙ্গে অবশ্য একটা প্রশ্নও উঠে আসছে, গার্দিওলা যদি শেষমেশ ব্রাজিলের কোচ হতে সম্মতই হন, তাহলে তিনি কোচ হবেন কখন? আগামী ২০২৩ এর গ্রীষ্মে সিটির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর? নাকি বিশ্বকাপের পরপরই? তবে এ সব প্রশ্নের উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে আরো কয়েক মাস।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন