ভক্তদের ভিড়ের চাপে চিড়ে চ্যাপ্টা রশ্মিকা!
ভারতীয় জনপ্রিয় নায়িকা রশ্মিকা মান্দানা। ‘পুষ্পা’ ছবিতে রশ্মিকা ‘স্বামী স্বামী’ নাচের তালে কাবু করেছিল সকলকেই। সেই রশ্মিকাই এবার নতুন বলিউড ছবি ‘অ্যানিম্যাল’-এ রণবীরের বাহুডোরে। এখন রশ্মিকাকে নিয়ে উত্তেজনার পারদ আরও তুঙ্গে।
সম্প্রতি রশ্মিকার একটি ভিডিও নিয়ে নেটপাড়ায় যা কাণ্ড ঘটল, তার জেরে রশ্মিকা তো এখন হট ফেভারিট। ভিডিওতে দেখা যায় অনুরাগীদের ভালোবাসার চাপে রশ্মিকার হিমশিম খাওয়ার অবস্থাই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।
https://www.instagram.com/reel/Cz64tzuLMM9/?utm_source=ig_web_copy_link
‘অ্যানিম্যাল’ ছবির ট্রেলার লঞ্চে মুম্বাইয়ে হাজির হয়েছিলেন রশ্মিকা মান্দানা। বিমানবন্দরে নামতেই অভিনেত্রীকে ছেঁকে ধরলেন ভক্তরা। একের পর এক সেলফির আবদার। প্রথমটায় মিষ্টি হেসেই সেলফি তুলতে রাজি হয়েছিলেন রশ্মিকা।
কিন্তু ভিড় বাড়তেই রশ্মিকা যেন হিমশিম খেতে শুরু করলেন। পরিস্থিতি দেখে এগিয়ে আসলেন নিরাপত্তারক্ষী। তবে রশ্মিকা কিন্তু কাউকেই নিরাশ করেননি। ভিডিও দেখে বোঝা যাচ্ছে, রশ্মিকা বিরক্ত হলেও, অনুরাগীদের তা বুঝতে দেননি বরং মিষ্টি হেসে সেলফি তুলেছেন।