৯৯৯ এ ফোন, ওরা আমাকে মাইরা ফালাইবো
রাজধানীর ধানমন্ডি থেকে সুমি (২০) নামে এক গৃহকর্মী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে পুলিশের কাছে সহায়তার অনুরোধ জানান। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
বুধবার (২২ নভেম্বর) এ তথ্য জানান জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।
সুমি ফোনের মাধ্যমে বলেন, ‘আমাকে বাঁচান। আমাকে ওরা মাইরা ফালাইবো। আমাকে আপনারা বাইর কইরা নিয়া যান। নাইলে আমি গলায় দড়ি দিমু’।
তিনি বলেন, ভুক্তভোগী তরুণীর কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ এর কলটেকার কনস্টেবল মঞ্জুর রশিদ। কনস্টেবল মঞ্জুর তাৎক্ষণিকভাবে ধানমন্ডি মডেল থানায় এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জানান। পরে ৯৯৯ ডেসপাচার এসআই আল মামুন কলার এবং উদ্ধার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।
সংবাদ পেয়ে ধানমন্ডি মডেল থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে গৃহকর্মী সুমিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে অভিভাবকের জিম্মায় তাকে বুঝিয়ে দেয়া হয়। এ বিষয়ে গৃহকর্মীর বাবা-মা আইনি পদক্ষেপ নিতে বা লিখিত অভিযোগে দিতে অনিচ্ছা প্রকাশ করেন।