পুলিশ লাইনে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাতক্ষীরায় নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে পুলিশের উপপরিদর্শক মো. আজাহার আলী (৫৯) আত্মহত্যা করেছেন। রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে সাতক্ষীরা পুলিশ লাইনের ব্যারাকের দোতলায় নিজের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক (ডিআইও-১) ইয়াছিন আলম চৌধুরী।
তিনি বলেন, মো. আজাহার আলী যশোর সদর উপজেলার রামনগর গ্রামের নুরুজ্জামান মিয়ার ছেলে। গেলো ১৪ নভেম্বর নড়াইল জেলা থেকে বদলি হয়ে তিনি সাতক্ষীরা পুলিশ লাইনে যোগদান করেন।
তিনি আরও বলেন, সম্প্রতি তিনি সাতক্ষীরায় যোগদান করেছেন। এর আগে তিনি সাতক্ষীরাতে চাকরি করেছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছেন সেটি নিশ্চিত করতে পারেননি।