আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের
কি সিনিয়র, কি জুনিয়র, আর্জেন্টিনার বিপক্ষে মাথা তুলে দাঁড়াতে পারছে না ব্রাজিল। কিছুদিন আগে মারাকানায় ইতিহাসে প্রথমবার ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে হেরেছিল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই ক্ষত শুকাতে না শুকাতেই এবার আর্জেন্টিনার যুবাদের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো ব্রাজিলের যুবাদের।
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ফুটবল বিশ্বের এই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। খেলায় বিশ্বচ্যাম্পিয়নদের দেশের জুনিয়রদের কাছে ৩-০ গোলে হেরেছে সেলেসাওরা। আর তিনটি গোলই এসেছে ক্লাউদিও এচেভেরি পা থেকে।