ছেলে না মেয়ে, দ্বিতীয় বার যে সন্তানের বাবা হতে চান রণবীর
সবে এক বছর পূর্ণ হলো আলিয়া-রণবীরের মেয়ে রাহা কাপূরের। এর মধ্যেই নাকি দ্বিতীয় সন্তান নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন রণলিয়া!
কিছু দিন আগে ‘কফি উইথ করণ’-এ এসে সেই জল্পনা উস্কে দিয়েছিলেন রাহার ফুপু কারিনা কপূর। এবার দ্বিতীয় বার বাবা ইচ্ছা প্রকাশ করলেন রণবীর নিজেই। তা হলে কি রাহার খেলার সঙ্গী আসতে চলেছে খুব শীঘ্রই!
বাবা হয়েছেন সবে এক বছর। কন্যা সন্তানের বাবা হতে পেরে খুশি রণবীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমি জীবনে কখনও কল্পনা করতে পারিনি, এই ধরনের আনন্দ আমি পেতে পারি। আমাকে এমন একটা সম্পর্কের অনুভূতি দেয়ার জন্য ঈশ্বরের কাছে প্রতি দিন কৃতজ্ঞতা জানাই।’’
এমনিতেই বিভিন্ন সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন মেয়ে রাহার সঙ্গে সব থেকে বেশি সময় রণবীরই কাটান। এমনকি, মেয়েকে ঘুম পাড়ানো থেকে ঢেকুর তোলার মতো কাজে রীতিমতো পারদর্শী হয়ে উঠেছেন অভিনেতা।
করণের শোতে এসে আলিয়া জানান, তাদের মধ্যে নাকি নিত্য দিন মেয়েকে নিয়ে কাড়াকাড়ি হয়। কে বেশিক্ষণ ওর সঙ্গে কাটাবেন, সেই নিয়ে ঝামেলা। আলিয়ার কথা শুনে, সঙ্গে সঙ্গে ফোড়ন কেটে করিনা বলেন, ‘‘এক কাজ করো, দ্বিতীয় সন্তানের পরিকল্পনা শুরু করে দাও। তা হলে দু’জনের দুটো সন্তান থাকবে।’’
ননদের কথা শুনে খানিক লাজুক হাসেন আলিয়া। এর কিছু দিনের মাথায় এবার রণবীর জানান, দ্বিতীয় বার বাবা হওয়ার ইচ্ছে তারও রয়েছে। দ্বিতীয় বারও কন্যা সন্তানই চান বলেই জানালেন রণবীর। তবে এখনই তার সম্ভবনা নেই বলেই জানিয়েছেন অভিনেতা।
১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রণবীর কপূরের ‘অ্যানিম্যাল’। আপাতত ছবির প্রচারে ব্যস্ত অভিনেতা।