আর্কাইভ থেকে দেশজুড়ে

সেপটিক ট্যাংকে পড়ে দাদা-নাতির মৃত্যু

ভুলবশত পা পিছলে সেপটিক ট্যাংকে পড়ে বৃদ্ধ দাদা সফি উল্লাহ (৮০) ও তার সঙ্গে নাতি ওমর নামে (৩) এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দাদা-নাতনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত গণমাধ্যমকে করেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান।

এর আগে বেলা ১১টার দিকে নুনিয়াপাড়া গ্রামের মাদার বাড়ির পেছনে থাকা একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে দাদা-নাতির মরদেহ উদ্ধার করে পুলিশ। এলাকায় জুড়ে শোকের ছায়া নেমে আসে।

পরিবারের উদ্ধৃতি ‍দিয়ে পুলিশ জানিয়েছে, হাঁটার সময় অসাবধানতা বসত ঘরের পেছনে থাকা সেপটিক ট্যাংকে দাদা এবং নাতি পড়ে যায়। তাতে পানি জমা ছিল। পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

সফি উল্লাহর স্ত্রী মনোয়ারা বেগম বলেন, সকাল ৯টার দিকে তারা দু’জন হাঁটতে বাড়ি থেকে বের হয়। এরপর সকালের নাস্তা করতেও ঘরে আসেনি। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ পাওয়া না গেলে তাদের সন্ধান করা হয়। পরে ঘরের পেছনে থাকা সেপটিক ট্যাংকে দু’জনের মরদেহ দেখতে পাওয়া যায়।

ওসি আরও জানান, অসাবধানতাবসত দাদা এবং নাতি সেপটিক টাংকিতে পড়ে গিয়ে মৃত্যু হয়। এটি একটি দুর্ঘটনা। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন