১৭ বন্দির বিনিময়ে মুক্তি পেলো ৩৯ জন ফিলিস্তিনি
ইসরায়েলের ১৩ বন্দিসহ আরও ১৭ বন্দিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। মুক্তি পাওয়া অন্য চার বন্দি থাইল্যান্ডের নাগরিক। এর বিনিময়ে ৩৯ জন কারাবন্দি ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে তেল আবিব। চার দিনের চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় দ্বিতীয় দিনে তাদের মুক্তি দেয়া হয়।
স্থানীয় সময় রোববার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
যদিও দ্বিতীয় দফায় এই মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। দ্বিতীয় দিনে জিম্মিদের মুক্তিতে নতুন শর্ত বেধে দেয় হামাস। গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে না দিলে জিম্মিদের মুক্তি দেওয়া হবে না বলে জানানো হয়। শেষ পর্যন্ত মিশর ও কাতারের মধ্যস্থতার সমস্যার সমাধান হলে জিম্মিদের মুক্তি প্রক্রিয়া শুরু হয়।
এদিন ১৩ ইসরায়েলিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করে হামাস। অন্যদিকে ৩৯ জন ফিলিস্তিনিকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলের কারা কর্তৃপক্ষ।