দলের মনোনয়ন প্রত্যাশীদের যে নির্দেশনা দিলেন শেখ হাসিনা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে হবে। যাকেই নৌকার মনোনয়ন দেয়া হবে তার জন্যই সবাইকে কাজ করতে হবে। বললেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার (২৬ নভেম্বর) সকালে গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে আসা যাবে না। বিপক্ষের প্রার্থীদের ভয়-ভীতি দেখালে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে।
এ সময় শেখ হাসিনা মনোনয়নে দলীয় সিদ্ধান্ত মেনে নিতে নেতাদের নির্দেশ দেন। তিনি বলেন, বিরোধীদল না-আসা সাপেক্ষে প্রতিযোগিতামূলক নির্বাচন করতে প্রয়োজনে আসন উন্মুক্ত করা হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচিত হতে না পরে। সেক্ষেত্রে একাধিক ডামি প্রার্থী রাখতে মত দেন দলীয় প্রধান।
শেখ হাসিনা বিএনপি- জামায়াতের নাশকতা প্রতিরোধ ও অপপ্রচার বন্ধে রাজপথে থাকারও নির্দেশনা দেন নেতাদের।
আওয়ামী লীগের প্রার্থীতা বাছাইয়ের পূর্বক্ষণে নৌকার সম্ভাব্য প্রার্থীদের গণভবনে ডাকেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকাল সকাল গণভবনের ভেতরে মিলনমেলা বসে নৌকার কাণ্ডারিদের।