দুই ওভারে দুই উইকেট হারিয়ে দ্বিতীয় সেশন শেষ
সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে। এরপর দ্বিতীয় সেশনেও ভালোই শুরু করেছিল টাইগাররা।
মাহমুদুল জয় ও মুমিনুল হকের মন্থর ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। তবে পরপর দুই ওভারে বিদায় নিলেন এই দুই ব্যাটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৮৫ রান। সেই সাথে শেষ হয়েছে দ্বিতীয় সেশনের।
মঙ্গলবার সিলেটে মাহমুদুল হাসান জয় ৪২ ও মমিনুল হক ৩ রানে অপরাজিত থেকে শুরু করেছিল দ্বিতীয় সেশন। ৫২ ওভার শেষে ১৮০ রানেও নতুন করে উইকেট হারায়নি বাংলাদেশ। তবে চা বিরতির ৫ বল আগে পালটে যায় চিত্র।
গ্লেন ফিলিপসের বলে কাট খেলতে গিয়ে ৩৭ রানে ক্যাচ দিয়ে আউট হন মমিনুল। তিন বল পরই মাহমুদুল ফেরেন লেগ স্পিনার ইশ সোধির বলে ৮৬ রান করে। ২ উইকেট ১০৪ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করা বাংলাদেশ তুলেছে ৪ উইকেট ১৮৫ রান ।