আর্কাইভ থেকে বাংলাদেশ

পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী শাহবাজ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের পদত্যাগের পর দেশটি ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন বিরোধী দলের যৌথ প্রার্থী পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ দলের সভাপতি ও বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফ। এর আগে পাঞ্জাব প্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী ছিলেন শাহবাজ।

আজ সোমবার ( ১১ এপ্রিল) পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের সদস্যরা তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন।

নির্বাচনের আগে, পিটিআই সংসদ সদস্যরা তাদের প্রার্থী শাহ মাহমুদ কুরেশি ভোটগ্রহণ প্রক্রিয়া বয়কট করার ঘোষণা দেওয়ার পরে জাতীয় পরিষদ থেকে ওয়াকআউট করেন।

সোমবার প্রধানমন্ত্রী নির্বাচনে ১৭৪ জন সদস্য শেহবার শরীফের পক্ষে ভোট দেন। বিপক্ষে কেউ ভোট দেননি কেউ।

এই ১৭৪ জন সদস্যই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে  তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়।

শনিবার সারাদিন জাতীয় পরিষদের অধিবেশন তিন-চার দফা মুলতুবি হবার পর পাকিস্তানে মধ্যরাতের পর অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। ভোটে হেরে যান ইমরান খান। হারান প্রধানমন্ত্রীর পদ।

জাতীয় পরিষদের ৩৪২জন সদস্যের মধ্যে ১৭৪ জন সদস্য ইমরান খানের প্রতি অনাস্থা প্রকাশ করে ভোট দেন। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম একজন প্রধানমন্ত্রীকে অনাস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতা ছাড়তে হল।

এ সম্পর্কিত আরও পড়ুন