অবশেষে রওশন-সাদের জন্য তোলা হলো মনোনয়ন ফরম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রওশন এরশাদ, সাদ এরশাদ এবং অন্য একজনের জন্যে মনোনয়ন ফরম তোলা হয়েছে। জানিয়েছে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
বুধবার (২৯ নভেম্বর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘গোলাম মোহাম্মদ কাদের রংপুর–৩ আসন থেকেই নির্বাচন করবেন। হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে সাদ এরশাদ অন্য আসন থেকে নির্বাচন করবেন। কোন আসন সেটা ঠিক হয়ে গেছে, আমরা পরে জানাবো।’
মুজিবুল হক চুন্নু বলেন, রওশন এরশাদ, তার ছেলে সাদ এরশাদ এবং অন্য একজনের জন্যে মনোনয়ন ফরম তোলা হয়েছে। তারা আজকেই নিবে বলে আশা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে আসলে জাতীয় পার্টিও স্বাগত জানাবে। এতে যদি নির্বাচনের তারিখ পেছানো হয় সেটাতে পার্টির কোনো সমস্যা নেই।