আবারও ‘অতিমানব’ ম্যাক্সওয়েলে অস্ট্রেলিয়ার জয়
বিশ্বকাপের সেই ম্যাচে ১২৮ বলে অপরাজিত ২০১ রানের সেই অবিশ্বাস্য ইনিংসের রেশ কাটতে না কাটতেই আবার দেখা গেল অতিমানব ম্যাক্সওয়েলকে।
টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ভারতের তোলা ৩ উইকেটে ২২২ তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া যখন ভীষণ চাপে। তখন ৪৮ বলে অপরাজিত ১০৪ রান করে জিতিয়েছেন দলকে। সেই সাথে সিরিজের আশাও বাঁচিয়ে রাখলো অস্ট্রেলিয়া।
মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নেমে গায়কোয়াড়র সেঞ্চুরিরর সাথে অধিনায়ক সূর্যকূমারের ৩৯ ও তিলক ভারমার ৩১ রানে ভর করে ২২২ রান সংগ্রহ করে ভারত।
তাড়া করতে নেমে ষষ্ঠ ওভারে অস্ট্রেলিয়ার ২ উইকেট পড়ার পর ম্যাক্সওয়েল যখন ক্রিজে নামেন, অস্ট্রেলিয়ার দরকার ৮৬ বলে ১৫৭ রান। সেখান থেকে ১০ ওভার শেষে হিসাবটা দাঁড়ায় ৬০ বলে ১১৮ রানে, ১৫ ওভার শেষে সমীকরণ ছিল ৩০ বলে ৭৮ রানের। ম্যাক্সওয়েল ততক্ষণে ২৮ বলে অর্ধশতক পেয়ে গেছেন। কিন্তু তখনো অস্ট্রেলিয়ার জয় অনেক দূরের পথ। কিন্তু ম্যাক্সওয়েল সেই পথও পাড়ি দেন।