গলার কাটা হয়ে উঠছেন উইলিয়ামসন
সিলেটে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় দিনের শুরুতেই ৩১০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। তবে ওয়নডাউনে খেলতে নামা কেউন উইলিয়ামসন আগলে রেখেছেন নিজের উইকেট। টেস্ট মেজাজে খেলে গলার কাটা হয়ে উঠছেন বাংলাদেশের।
বুধবার ম্যাচের দ্বিতীয় দিনে মাত্র ৪৪ রানেই ফিরে যান কিউই দুই ওপেনার। এরপর হেনরি নিকোলসকে নিয়ে দ্রুত দুই উইকেট হারানোর ধাক্কা সামলাতে থাকেন কেন উইলিয়ামসন। তবে লাঞ্চ বিরতির পর শরিফুলের বলে কট বিহাইন্ড হন হেনরি নিকোলস। তার আগে ৪২ বলে ১৯ রান করেন বাঁহাতি এই ব্যাটার।
এরপর ক্রিজে আসা ড্যারিল মিচেলকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন উইলিয়ামসন। ফিফটি পূরণ করেন এই ব্যাটার। মিচেলকে সঙ্গে নিয়ে ৬৬ রানের জুটি গড়েন তিনি। তবে দলীয় ১৬৫ রানে ৫৪ বলে ৪১ রান করে আউট হন মিচেল।
মিচেলের বিদায়ের পর ক্রিজে এসে টম বান্ডেলও টিকতে পারেননি। চা পান বিরতির পরেই মাত্র ৬ রান করে ফিরে যান তিনি।
৬ষ্ঠ উইকেট জুটিতে গ্লান ফিলিপসে সাথে নিয়ে আবারও নিউজিল্যান্ডকে এগিয়ে নিচ্ছেন উইলিয়ামসন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৪.৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ২০৭ রান। উইলিয়ামসন অপরাজিত ৭৭ রানে, ফিলিপস করেছেন ১৯।