আর্কাইভ থেকে বাংলাদেশ

গাছ বিক্রি করে টাকা আত্মসাতে মেতেছে কলেজ অধ্যক্ষ

পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী কলেজের অধ্যক্ষ ফইমউদ্দীনের বিরুদ্ধে কলেজের গাছ বিক্রি করে টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে। 

অধ্যক্ষ কর্তৃক প্রতিষ্ঠানের গাছ বিক্রি করে টাকা আত্মসাতের বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

এলাকাবাসির অভিযোগ, তিন দিন আগে কলেজের অধ্যক্ষ ফইমউদ্দীন নিয়ম নীতি না মেনে, গাছ কাটার অনুমোদন না নিয়ে এবং কলেজ পরিচালনা কমিটি কে না জানিয়ে গায়ের জোরে সম্প্রতি কলেজ চত্বরের ৩ টি বড় বড় ইউক্লিপ্টাস গাছ লক্ষাধিক টাকায় বিক্রি করে অর্থ আত্মসাত করেছেন। 

কলেজের অধ্যক্ষ ফইমউদ্দীন গাছ কাটার বিষয়টি স্বীকার করে বলেন,কলেজ পরিচালনা কমিটিতে রেজুলেশন করে গাছ কাটা হয়েছে। গাছ কাটতে বন বিভাগের অনুমোদন প্রয়োজন এমন প্রশ্ন তিনি এড়িয়ে যান। 

কলেজের গভর্নিং বর্ডির সভাপতি অ্যাডভোকেট আব্দুল রাজ্জাক জানান,গাছ কাটার বিষয়ে লিখিত কোনো সিদ্ধান্ত হয়নি। অধ্যক্ষ কি করেছে সেটা আপনাদের কাছ থেকে জানলাম। বিষয়টি খতিয়ে দেখছি।

বন বিভাগের বোদা উপজেলা রেঞ্জ কর্মকর্তা মধুসুদন জানান, কলেজ কর্তপক্ষ গাছ কাটতে কোনো অনুমতি নেয়নি। বিনা অনুমতিতে গাছ কাটলে নীতি মালা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। 

এ সম্পর্কিত আরও পড়ুন