দিন দুপুরে জিপিওতে বাসে আগুন
রাজধানীর জিপিওতে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা একটার দিকে বাসটিতে আগুন দেয়া হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বেলা একটার দিকে জিপিওতে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে তা জানা যায়নি। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।