৬০ রানেই ৫ উইকেট ফেলে দিলো বাংলাদেশ
বাংলাদেশের দেওয়া ৩৩১ রানের লিডের বিপরীতে ব্যাট করতে নেমে দারুণ চাপে পড়েছে নিউজিল্যান্ড। মাত্র ৬০ রানের ভিতরেই হারিয়ে ফেলেছে ৫ উইকেট।
শুক্রবার (১ ডিসেম্বর) সিলেটে আগের দিনের ৩ উইকেটে ২১২ নিয়ে চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। ৭ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ চতুর্থ দিনে ৩৩৮ রানেই গুটিয়ে যায়।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই কোন রান না করে ফিরে যান ওপেনার টম লাথাম। এরপর দলীয় ১৯ রানের মাথায় ফিরে যান আগেই ইনিংসে সেঞ্চুরি করা কেইন উইলিয়ামসন। আউট হবার আগে তিনি করেন ১১ রান।
ক্রিজে এসে টিকতে পারেননি হেনরি নিকোলস। দলীয় ৩০ রানের মাথায় মাত্র ২ রানে ফিরে যান তিনিও। টেস্ট মেজাজে বলের পর বল খেলে থিতু হয়েও টিকতে পারেননি ওপেনার ডেভেন কনওয়ে। ৭৬ বল খেলে ফিরে যান ২২ রানে।
দলীয় ৬০ রানের মাথায় ফিরে যান টম বান্ডেল। আউট হবার আগে তিনি করেন ৬ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ২৮ রান অপরাজিত মিচেল আর ১২ রানে ক্রিজে আছেন গ্লান ফিলিপস।