আর্কাইভ থেকে বাংলাদেশ

বাংলাদেশি সাংবাদিককে অপহরণ, মালয়েশিয়ায় এক পুলিশ বরখাস্ত

মালয়েশিয়ায় বাংলাদেশি এক সাংবাদিককে অপহরণে জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন তিন পুলিশ সদস্যের মধ্যে একজনকে বরখাস্ত করা হয়েছে। তবে বাংলাদেশি ওই সাংবাদিক ও পুলিশের নাম প্রকাশ করেনি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর)কুয়ালালামপুরের পুলিশ প্রধান আলাউদিন আবদুল মজিদ বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামার এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।

আলাউদিন আবদুল মজিদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, তদন্তে প্রমাণিত হলে অপর দুই পুলিশ সদস্যের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে। সেলাঙ্গর পুলিশ বিষয়টি তদন্ত করছে। এব্যাপারে তদন্তের রিপোর্টের পরই মালয়েশিয়ার পুলিশ ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেবে বলেও তিনি জানান।

এর আগে, ওই বাংলাদেশি সাংবাদিক অভিযোগ করেন, মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের নিয়ে বাংলাদেশিদের একটি সিন্ডিকেটের বিরুদ্ধে অনুসন্ধান করার কারণে তাকে অপহরণ করা হয়। অপহরণের পর তাকে নির্যাতন ও ১৯ লাখ রিঙ্গিত মুক্তিপণ চাওয়া হয়।

নাম প্রকাশিত না করলেও ওই প্রতিবেদনে বলা হয়, অপহরণ হওয়া ওই বাংলাদেশি সাংবাদিক ঢাকার একটি বেসরকারি টিভি চ্যানেলের হয়ে ফ্রিল্যান্স সাংবাদিকতা করতেন। ওই সাংবাদিকের অভিযোগ, সেলাঙ্গরের ক্লাং এলাকায় একটি বাড়িতে রেখে তিন দিন তাকে নির্যাতন, মারধর, বেত্রাঘাত করা হয়েছে। তাকে অপহরণে মালয়েশীয় পুলিশের কয়েকজন সদস্যকে কাজে লাগায় দুই বাংলাদেশি ব্যক্তি। পুলিশ  উদ্ধারের কাছাকাছি পৌঁছে যাওয়ার কারণে অপহরণের তিন দিন পর তাকে ছেড়ে দেয়া হয় বলেও বাংলাদেশি সাংবাদিক জানান।

এ সম্পর্কিত আরও পড়ুন