আর্কাইভ থেকে দেশজুড়ে

শীত নিবারণে ৭৫ জন দুস্থ্য মানুষ পেলেন লেপ

পাবনার আটঘরিয়ায় জহুরা ফাউন্ডেশনের উদ্যোগে ৭৫ জন অসহায়, দুস্থ্য মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে লেপ বিতরণ করা হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় জহুরা ভিলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এগুলো বিতরণ করা হয়।

জহুরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রকৌশলী ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের আজীবন সদস্য আতাউর রহমান রেজা। এ সময় অন্যান্যের মাঝে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী অধ্যাপক ও জহুরা ফাউন্ডেশনের সভাপতি ডা. রেজাউল হাসান, প্রতিষ্ঠাতা সদস্য শায়লা সুলতানা, সুজানগর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাতটি গ্রামের ৭৫ জন অসহায়, দুস্থ্য নারী পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে লেপ বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২০২০ সালে জহুরা ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন