ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৬০৫
সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি ঢাকার বাসিন্দা। হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০৫ জন। এর মধ্যে ঢাকা সিটির ১৩৯ জন এবং ঢাকা সিটির বাইরে ৪৬৬ জন।
শনিবার (২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০৫ জন। এর মধ্যে ঢাকা সিটির ১৩৯ জন এবং ঢাকা সিটির বাইরে ৪৬৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৪১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১২ হাজার ৯৬৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ৭ হাজার ৯১৯ জন। মারা গেছেন ১ হাজার ৬২৯ জন। এরমধ্যে ঢাকা সিটির ৯৪২ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৮৭ জন।