আর্কাইভ থেকে বাংলাদেশ

কিয়েভের ক্ষেপণাস্ত্র কারখানায় রাশিয়ার হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরে বিমান এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির একটি কারখানায় হামলা করা হয়েছে। দাবি করেছে রাশিয়া। 

গেলো শুক্রবার (১৫ এপ্রিল) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সূত্র: বিবিসি। 

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার একটি বিস্ফোরণের পর মস্কোভা যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার কথা স্বীকার করার কয়েক ঘণ্টা পরই রাশিয়া কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করলো। তবে এ ব্যাপারে ইউক্রেনের পক্ষ থেকে কোনো বক্তব্য এখনও জানা যায়নি। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কিয়েভ যত বেশি রুশ ভূখণ্ডে সন্ত্রাসি হামলা বা নাশকতার চেষ্টা করবে, তত কিয়েভের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা বাড়ানো হবে। 

এর আগে গেলো বুধবার কৃষ্ণ সাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কোভাকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। তবে ইউক্রেনের দাবি অস্বীকার করে রাশিয়া বলেছে, জাহাজটিতে আগুন লাগার পর ডুবে গেছে। 

সাবেক সিআইএ পরিচালক ডেভিড পেট্রাউস বলেছেন, ইউক্রেনের বাহিনী দেশটির পূর্বে একটি বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হবে। 

এদিকে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, কিয়েভের বাইরে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

কিয়েভে বসবাসকারী ৩৮ বছর বয়সী কিরিল কিরিলো জানিয়েছেন, তিনি একটি শিল্প ভবনে তিনটি বিস্ফোরণ হতে দেখেছেন। বিস্ফোরণের কারণে আগুন লেগে যায়। পরে দমকলকর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে। 

রয়টার্স আরও জানিয়েছে, সীমান্তের কাছে বেলগোরদ অঞ্চলে রাশিয়ার গ্রামগুলোতে ইউক্রেন বাহিনীর হামলা করার দাবি করেছে মস্কো।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন