আর্কাইভ থেকে ফুটবল

উল্ভসকে হারিয়ে সিটির থেকে ৪ পয়েন্ট এগিয়ে আর্সেনাল

বুকায়ো সাকা-মার্টিন ওডেগার্ডরা গোলে উলভারহ্যাম্পটন ২-১ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল।  এ জয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও সংহত করেছে আর্সেনাল।

১৪ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৩৩। যা দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৪ বেশি। অবশ্য ম্যানসিটির থেকে গানাররা এক ম্যাচ বেশি খেলেছে।

শনিবার রাতে এমিরেটসের ম্যাচটিতে ষষ্ঠ মিনিটে প্রথম গোল পায় আর্সেনাল। তাকেহিরো তোমিয়াসুর কাছ থেকে বল পেয়ে বক্সে জটলার ভেতর থেকে বল জালে পাঠান বুকায়ো সাকা।

১৩তম মিনিটে লিড দ্বিগুণ করেন ওডেগার্ড। আলেক্সান্ডার জিনচেঙ্কোর বাড়ানো বলে বক্সের কিনার থেকে নিচু শটে গোল দেন আর্সেনাল অধিনায়ক।

প্রথমার্ধের বাকি সময়ে বা দ্বিতীয়ার্ধে আর কোনো গোল করতে পারেনি আর্সেনাল। ৮৬ মিনিটে উল্ভসের হয়ে একটি গোল শোধ দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাথিউস কুনিয়া।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন