ইউরো ২০২৪-এ যে গ্রুপে যে দল
আগামী বছরের জুন–জুলাইয়ে জার্মানিতে অনুষ্ঠিত হবে ইউরো ২০২৪। তার আগে শনিবার জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত হয়ে গেলো ড্র।
ট্রফি ধরে রাখার মিশনে কঠিন গ্রুপে পড়েছে ইতালি। ইউরোর বর্তমান চ্যাম্পিয়নরা ২০২৪ আসরের গ্রুপ পর্বে পেয়েছে স্পেন ও ক্রোয়েশিয়াকে। ড্রতে তুলনামূলক কঠিন গ্রুপ পেয়েছে ফ্রান্সও। তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও অস্ট্রিয়া।
ইংল্যান্ডের সঙ্গী ডেনমার্ক, সার্বিয়া ও স্লোভেনিয়া। তবে সহজ গ্রুপে পড়েছে পর্তুগাল। তুরস্ক ও চেকিয়ার সঙ্গে প্লে-অফ থেকে এক দল যোগ দেবে পর্তুগিজদের গ্রুপে।
ইউরো ২০২৪-এ গ্রুপিং
গ্রুপ এ: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড
গ্রুপ বি: স্পেন, ইতালি, ক্রোয়েশিয়া, আলবেনিয়া
গ্রুপ সি: ইংল্যান্ড, ডেনমার্ক, স্লোভেনিয়া, সার্বিয়া
গ্রুপ ডি: ফ্রান্স, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, প্লে–অফ এ
গ্রুপ ই: বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, প্লে–অফ বি
গ্রুপ এফ: পর্তুগাল, তুরস্ক, চেকিয়া, প্লে–অফ সি